
বিশেষ প্রতিনিধিঃ
গণমাধ্যমের “খোলা চিঠি” সংবাদের শিরোনামে জনদাবির বিষয়টি অবগত হওয়ার সাথে সাথেই যানযট নিরসনে কার্যকরী পদক্ষেপ নিয়েছেন বোরহানউদ্দিন পৌরসভার মাননীয় মেয়র জনাব আলহাজ্ব রফিকুল ইসলাম। পৌর শহরের বিশেষ বিশেষ পয়েন্টে মোতায়েন করেছেন পুলিশের বিশেষ টিম এবং স্বেচ্ছাসেবী গ্রুপের বেশকিছু সক্রিয় সদস্য। আজ বৃহস্পতিবার সকালে বোরহানউদ্দিন পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানযট নিরসনে রাস্তার উপর যত্রতত্র অটো,মোটরসাইকেল সহ বিভিন্ন বাহন সরিয়ে এবং ফুটপাত দখলমুক্ত করার ব্যাপক প্রচেষ্টা লক্ষ্য করা গেছে। সাধারণ জনগণ এবং বাজার ব্যবসায়ীদের মধ্যে ফিরে এসেছে স্বস্তি। প্রশংসায় ভাসছেন মাননীয় মেয়র জনাব আলহাজ্ব রফিকুল ইসলাম। প্রশাসনের সাথে আলাপকালে জানা যায় যে বোরহানউদ্দিন পৌর শহরের যানযট নিরসনে উর্ধতন কতৃপক্ষের নির্দেশনার ভিত্তিতে পুলিশের একটি টিমকে সার্বক্ষণিক মাঠে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। জনদূর্ভোগ লাঘবে এবং যত্রতত্র পার্কিংরত যানবাহন ও মুক্ত জ্যামমুক্ত করতে বিভিন্ন পয়েন্টে একাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে।
জনগণের অতি গুরুত্বপূর্ন দাবির প্রতি সম্মান জানিয়ে অতিদ্রুত প্রয়োজনীয় এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করায় পৌর অভিভাবক জনাব আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক ভাইয়ের প্রতি বোরহানউদ্দিন পৌরবাসীর পক্ষে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি পুলিশ প্রশাসনের প্রিয় ভাইয়ের প্রতি, জনতার পুলিশ এ নীতির আলোকে জনদূর্ভোগ লাঘবে মাঠে নিরলসভাবে কাজ করার জন্য।
জনতার পক্ষে,
মোঃ সোহেল হাওলাদার। পৌর ৩ নং ওয়ার্ড, বোরহানউদ্দিন পৌরসভা।