ভোলা বোরহানউদ্দিনে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ভোলা বোরহানউদ্দিনে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদনঃ

বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ও টবগী ইনিয়ন থেকে ৪ শত ৩৪ পিচ ইয়াবা ট্যাবলেট, ২ কেজি ৪ শত গ্রাম গাঁজাসহ নিজাম ও সিরাজ নামক দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। বুধবার রাতে পৃথক দুটি অভিযানে তাদেরকে আটক করা হয়। বোরহানউদ্দিন থানার এসআই মিজবা উদ্দিন, এএসআই মোঃ এনায়েত হোসেন, এএসআই মোঃ ইলিয়াস হোসেন, এএসআই মোঃ মেহেদী হাসানসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
আটককৃতদের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদক মামলা হয়েছে। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির (বিপিএম) জানান, আটককৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক মামলা হয়েছে। তদন্তকরে এদের ডিলারদেরকেও আইনের আওতায় আনা হবে।মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *