
স্টাফ রিপোর্টার।
ভোলা ভেদুরিয়া লঞ্চ ঘাটের স্প্রিড বোট ইজারাদার খোকনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়াগেছে।
ভুক্তভোগি মাইনুদ্দিন জানান,দীর্ঘ ৮ মাস ধরে আমার ও মুজাহিদুল ইসলামের ৭ টি বোট লাইন চুত করে রেখেছে ঘাট ইজারাদার খোকন।
যাবতীয় সকল প্রয়োজনীয় কাগজ থাকা সত্বেও আমাদের বোট লাইনে যেতে দিচ্ছেনা খোকন।
অথচ যাদের কোন বৈধ কাগজ নেই তাদের বোট প্রতিনিয়ত লাইনে যেতে সুযোগ করে দেন খোকন।
খোকনের এই খামখেয়ালিপনার বিষয়ে আমরা বি ডব্লিও টি এ ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছি।
তবে আদৌ আমরা কোন সমাধান পাইনি।
এদিকে আমাদের কাগজ পত্র পুনরায় নবায়ন করার সময় হয়ে যাচ্ছে প্রায়।
আমরা প্রশাসনের কাছে একটি সমাধানের মাধ্যমে আমাদের বৈধ কাগজ পত্রের অনুকুলের বোটটি প্রতিনিয়ত লাইনে যাওয়ার সুযোগ আসা করছি।
এব্যাপারে ইজারাদার খোকনের সাথে যোগাযোগ করলে তিনি জানান,আমি হুকুমের গুলাম মাত্র আমাকে উপর থেকে যা হুকুম করেছে আমি তাই করেছি।