ভোলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক বিল্ডিং নির্মাণের অভিযোগ

ভোলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক বিল্ডিং নির্মাণের অভিযোগ

ফাতেমা খানম,ভোলাঃ

ভোলা সদর উপজেলার ২নং পূর্ব ইলিশা ইউনিয়ন গুপ্তমুন্সি ৮নং ওয়ার্ডের মাঝি বাড়ির রফিজল হক গংদের বিরুদ্ধে, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক বিল্ডিং তৈরির অভিযোগ।
মোঃ হিরণ ও ফজলুর রহমান অভিযোগ করে জানান,দীর্ঘদিন ধরে একই বাড়ির রফিজল হক পলবান,হানিফ পলবান, গিয়াস উদ্দিন ও দুলাল আমাদের ক্রয় করা ৩৩ শতাংশ ও ওয়ারিসি সাড়ে ২৫ শতাংশ, মোট সাড়ে ৫৫ শতাংশ জমি তারা জোরপূর্বক ভোগ দখল করে থাকেন।
তাদের কাছে আমাদের সম্পত্তি আমরা দাবী করলে তারা আমাদেরকে বিভিন্ন ভাবে ভয়-ভীতি ও মেরে ফেলার হুমকি দেয়।
এ নিয়ে এলাকায় দফায় দফায় সালিশের মাধ্যমে মীমাংসার কথা থাকলেও তারা কোন সালিশের তোয়াক্কা করে না।বাদ্ধ হয়ে আমরা মোঃ মফিজ পিতা ফজলুর রহমানকে বাদী করে আদালতে মামলা করি। যাহার মামলা নং এমপি ২০৯/০২৩ ইং আদালত আমাদের কাগজ পত্র পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা রায় প্রদান করেন।

উক্ত আদালতের রায় অমান্য করে উপরোল্লিখিত ভূমিদস্যু ও সন্ত্রাসীরা জোরপূর্বক আমাদের জমি দখল করে বিল্ডিং তৈরি করেন।
এলাকাবাসী জানান, রফিজল হক গংরা হিরন গংদের উপর জুলুম করছে, আমরা জানি ওই জমি কাগজপত্র অনুযায়ী হিরন গংদের।
রফিজল গংরা হিরন গংদের উপর জুলুম করছে। রফিজল হক গংদের কোন এক আত্নীয় প্রভাবশালী ভোলায় থাকেন,তার ক্ষমতার দাপট দেখিয়ে তারা এলাকার সাধারন মানুষের সাথে বিভিন্ন সময় জুলুম করছে।

এ ব্যাপারে রফিজল হকের নিকট তার বক্তব্য জানতে চাইলে তিনি জানান, তাদের কোন কাগজপত্র নেই, সমস্ত জমি আমাদের, কারণ আমরা দীর্ঘদিন যাবত ওই জমি ভোগ দখল করে আসছি বলেই তিনি এড়িয়ে যান।
ভুক্তভোগী হিরন ও ফজলুর রহমানের অসহায় পরিবার রফিজল হক গংদের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *