
রিপোর্টঃ ফাতেমা খানম।
দৌলতখান উপজেলার চরপাতা ৬নং ওয়ার্ডে জমিজমা বিরোধের জেরধরে সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়াগেছে।
আছমা বেগম অভিযোগ করে জানান,১৩ই মার্চ সোমবার সকাল ১০ টার সময় একই বাড়ির খলিল মেস্ত্রি তার ছেলে ইউসুফ ও ইসমাইল জোরপূর্বক আমার জমির গাছ কাটতে থাকে।
আমার স্বামীর অবর্তমানে আমি তাদেরকে বাধা দিতে গেলে তারা আমার উপর অতর্কিত হামলা করেন।
একপর্যায় তারা আমাকে মেরে ফেলার চেষ্টা করে।
আমার ডাকচিৎকার শুনে এলাকা লোকজন দৌড়ে আসলে উক্ত সন্ত্রাসীরা পালিয়ে যায়।
যাওয়ার সময় তারা আমার সাথে থাকা স্বর্নের চেইন ও কানের দুল হাতে থাকা মোবাইল ফোনটি নিয়ে যায়।
আচমা বেগম আরো জানান ৬ বছর পূর্বে আমি একই এলাকার মোঃ বারেকের কাজ থেকে ২৪ শতাংশ জমি ক্রয় করি।
ওই জমিতে আমি ঘর তুলে বশত করে থাকি।
ইদানিং লোকমারফৎ জানতে পারি ওই জমি খলিল মেস্ত্রিদের কাছে পুনরায় বারেক বিক্রী করেন।
খলিল মেস্ত্রি গংরা আমাদের সাথে অযথাই বিরোধ করে আসছে। এলাকাবাসী জানান, খলিল গংরা দুষ্ট প্রকৃতির লোক সময় অসময় এলাকার সাধারণ মানুষের সাথে অযথাই বিরোধ করে থাকেন। এব্যাপারে খলিল গংদের বক্তব্য জানতে গিয়ে এলাকায় তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। ভুক্তভোগী আছমার অসহায় পরিবার অত্যাচারী খলিল গংদের অত্যাচারের হাত থেকে বাচার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।