ভোলায় তিন জমজ পুত্র সন্তানের জন্ম দিলেন আছমা বেগম

ভোলায় তিন জমজ পুত্র সন্তানের জন্ম দিলেন আছমা বেগম


স্টাফ রিপোর্টারঃ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার উদয়পুর ৩ নং ওয়ার্ডের মোঃ আমির হোসেনের স্ত্রী আছমা বেগম।
রবিবার (১৬ ই জুলাই) দুপুর ১:১০ মিনিটের সময় তিন পুত্র সন্তান জন্ম দেন আছমার।

জমজ তিন বাচ্চার পিতার কাছ থেকে জানাজায় তার আরো দুটি পুত্র সন্তান আছে, বড় ছেলের বয়স ৫ বছর ও ছোট ছেলের ২ বছর। এই দুটি ছেলে সিজারের মাধ্যমে হয়েছে। আমাদের কন্যা সন্তান নেই বলে তৃতীয় সিজারের জটিলতা আছে জেনেও কন্যা সন্তানের আসায় আরেকটি সন্তান নেয়ার সিদ্ধান্ত নেই।

মানুষ যা চায় তাকি আর পায় আল্লাহ যা চান তাই হবে।
আমির ও আছমা চেয়েছিলেন তাদের কন্যা সন্তান, তবে আল্লাহ তাদেরকে একসাথে আবারো তিনটি জমজ পুত্র সন্তান দান করেছেন।

অবাক হওয়ার বিষয় হচ্ছে আগের দুই সন্তান সিজারে হলেও এই জমজ তিনটি সন্তান নরমাল ডেলিভারিতে হয়েছেন ভোলার মেঘনা ডায়াগনস্টিক সেন্টারে।

জন্মের পর পর বাচ্চা তিনটিকে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান বাচ্চা তিনটি সুস্থ আছেন ভয়ের কিছু নেই, আকার ও ওজন কম হওয়াতে বাচ্চা তিনটিকে সদর হাসপাতালের শেখ রাসেল স্কানু ওয়ার্ডে ভর্তি রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *