
ভোলা প্রতিনিধিঃ
দৌলতখান উপজেলার মধ্যজয়নগর ৪নং ওয়ার্ডে বজলু গংদের বিরুদ্ধে ১০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ পাওয়াগেছে। মোঃ কাওছার জানান,আমার মা ফরিদা বেগম ১৯৯৬ ইং সালে ১৬ শতাংশ জমি জয়নাল আবদীনের কাছ থেকে ক্রয় করেন। ওই জমি আমরা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছি। সেই জমিতে আমরা সিদ্ধান্ত নিয়াছি একটি কারখানা তৈরি করার,ছোট একটি ঘর নির্মান করে কারখানার স্বরন্জাম ও এনেছি।ঠিক তখনই স্থানীয় সন্ত্রাসী বজলুর রহমানের নেতৃত্বে মমিন,স্বপন ও জিলন আমাদের কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করেন।তাদের দাবীকৃত চাঁদার ১০ লক্ষ টাকা আমরা দিতে অস্বীকার করলে গত ৪ মে বৃহস্পতিবার আমাকে ও আমার ছোট ভাইয়ের উপর উক্ত সন্ত্রাসীরা অতর্কিত হামলা করেন এবং নির্মাণাধীন ঘরটি তারা দেশীয় অস্র দিয়ে কুপিয়ে ভেঙে দেয়,ঘরের ভীতরে থাকা কারখানার মটারসহ বিভিন্ন স্বরন্জাম ও আমার সাথে থাকা ২ লক্ষ টাকা তারা নিয়ে যায়।আমাদের ডাকচিৎকার শুনে এলাকার লোকজন দৌড়ে আসলে উক্ত সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে আমাদেরকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। এবিষয়ে দৌলতখান থানায় একটি অভিযোগ করেছি উক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে। এব্যাপারে বজলু গংদের নিকট জানার জন্য এলাকায় গিয়ে তার স্বরনাপন্ন হলে তিনি জানান ওই জমি আমাদের তাই ঘর নির্মানে বাঁধা দিয়াছি মাত্র বলেই তিনি এড়িয়ে যান।এলাকাবাসী জানান,বজলু বিগত দিনেও সন্ত্রাসী করে তার জীবিকা নির্বাহ করতেন, আমরা ভেবেছিলাম বয়স হলে ভাল হয়ে যাবে তবে এখনও তিনি ক্ষান্ত হয়নি,অযথাই তিনি এলাকার মানুষের সাথে বিরোধ করে আসছে। ভুক্তভোগী কাওছারের পরিবার উক্ত সন্ত্রাসীদের অত্যাচারের হাত থেকে বাচার জন্য প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেন।