ভোলায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে শোক দিবস পালিত

মোঃ রাফসান জানি,ভোলা প্রতিনিধি।

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে ভোলায় পালন করা হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।

মঙ্গলবার (১৫ আগস্ট) শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির প্রথমেই সকাল ৬ টায় ভোলা জেলা আওয়ামী লীগ’র কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করেন জাতীয় সঙ্গীত গেয়ে ভোলা জেলা আওয়ামী লীগ’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর কাদের মজনু মোল্লা ও সাধারণ সম্পাদক মাইনুল হোসাইন বিপ্লব’সহ দলীয় নেতা-কর্মীরা। এবং ১মিনিট নীরবতা পালন করেন বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর পরিবারের শহীদদের স্মরণে।

ভোলা জেলা আওয়ামী লীগ’র কার্যালয় সকাল ১০ টার সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভোলা জেলা আওয়ামী লীগ’র সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা ও সাধারণ সম্পাদক মাইনুল হোসাইন বিপ্লব,সিনিয় সহ-সভাপতি আব্দুল মমিন টুলু, ভোলা জেলা আওয়ামী লীগ’সহ সকল সহযোগী অঙ্গ সংগঠন নেতা কর্মীরা।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল ১১ ঘটিকার সময় আলোচনা সভা ও মিলাদ মাহফিল দোয়া অনুষ্ঠিত হয়েছে। ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক শিল্প বাণিজ্যমন্ত্রী, ভোলা ১ আসনের এমপি তোফায়েল আহমেদ। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশেষ অতিথি – ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মমিন টুলু ও সাধারণ সম্পাদক মাইনুল হোসাইন বিপ্লব, ভোলা জেলা আওয়ামী লীগ’সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

উক্ত সভায় উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামী লীগ’র যুগ্ন সাধারন সম্পাদক ইউনুস, এনামুল হক আরজু, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, পৌর আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক শাহ্ আলী নেওয়াজ পলাশ,ভোলা জেলা আওয়ামী লীগ’র কার্যনির্বাহী সংসদের সদস্য ও ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির, ভোলা পৌরসভার কাউন্সিলর সালাউদ্দিন লিংকন,ভোলা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ’র সভাপতি মোঃ আবু সায়েম ও সাধারণ সম্পাদক আক্তার, ভোলা জেলার যুবলীগ’র সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম,ভোলা জেলা ছাত্রলীগ’র সভাপতি রাইহান আহমেদ ও সাধারণ সম্পাদক হিমেল মাহমুদ, ভোলা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফারুক,ভোলা জেলা আওয়ামী লীগ’সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

সাবেক শিল্প বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ ভার্চুয়ালি বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ এক সুতোয় গাঁথা,তিনি ছিলেন বাঙালির প্রাণের নেতা।নতুন প্রজন্মকে সু-শিক্ষায় শিক্ষিত ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর আদর্শে নিজেদের গড়ে তোলার প্রতি আহবান জানা, ও দলীয় নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়ে বলেন ঘরে ঘরে আওয়ামী লীগ’,র দুর্গ গড়ে তুলুন দেশ যেভাবে উন্নয়নে এগিয়ে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে সে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করতে হবে এবং নৌকায় ভোট দিতে হবে। আবারো যেন জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় যেনো আসতে পারে সে নিয়ে কাজ করুন,কোন কালো শক্তি বাধা দিতে পারবে না এ উন্নয়নের অগ্রযাত্রা।

আলোচনা শেষে দোয়া ও মোনাজাত করা হয় বঙ্গবন্ধু’সহ তার পরিবারের সকল সদস্যের রুহের মাগফেরাত কামনা করা হয়।

ভোলা জেলা পরিষদ অডিটোরিয়াম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিশুরা চিত্রাঙ্গন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।এ প্রতিযোগিতা সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত চলে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয় তাদের মাঝে ভোলা জেলা আওয়ামী লীগ’,র সাধারণ সম্পাদক মাইনুল হোসাইন বিপ্লব,সিনিয়র সহ-সভাপতি আব্দুল মমিন টুলু’সহ অন্যান্যরা।

এবং ১ টা ৩০ মিনিটের সময় হতদরিদ্রের মাঝে খাবার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *