
স্টাফ রিপোর্টার।
ভোলায় পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক নিউএজ ভোলা জেলা প্রতিনিধি সাংবাদিক মিজান রহমানের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। বুধবার (২২ মে) রাত সাড়ে নয়টায় জেলা সদর ভোলার নতুন বাজার এলাকায় এঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সাংবাদিক মিজান রহমান জানিয়েছেন, নতুন বাজারে যানজট ও অবৈধ দখলের সংবাদ সংগ্রহকালে ভিডিও দৃশ্য ধারন করার কারনে চিহ্নিত মাদক ব্যবসায়ী সন্ত্রাসী সবুজ ওরফে ভাঙ্গা সবুজ ও মাদক কারবারী চাঁদাবাজ রানার নেতৃত্বে ১০/১২ জনের দূর্বৃত্তদল এ হামলার ঘটনা ঘটায়। বাজারের ব্যবসায়ীরা জানান, হামলার সাথে আরো জড়িত ছিলো- রুপক,পিয়াস,আরিফ, মুন্না,সহ বেশ কয়েকজন। এদের মধ্যে ভাঙ্গা সবুজকে পুলিশ আটক করেছে।
এদিকে সাংবাদিক মিজানের উপর হামলার খবরে গণমাধ্যমকর্মীরা তাৎক্ষণিক নতুন বাজার সংলগ্ন সদর মডেল থানায় গিয়ে বিষয়টি ওসি মনির হোসেনকে জানালে তিনি সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরন করেন। সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তিনি হামলাকারী ক্যাডারদের বলেন, উল্টো আহত সাংবাদিক মিজান রহমানের বিরুদ্ধে যেনো মামলা দেয়া হয়। এতে থানায় উপস্তিত গণমাধ্যমকর্মীরা সংক্ষুদ্ধ হলে তিনি সকলের প্রতিবাদের মূখে থানায় আগত সন্ত্রাসী ভাঙ্গা সবুজকে আটক করতে বাধ্য হন। সাংবাদিকদের সাথে ওসির এহেন দূর্ব্যবহারের বিষয়টি গণমাধ্যমকর্মীরা পুলিশ সুপার মাহিদুজ্জামানকে জানালে তিনি হামলাকারী ক্যাডার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন। হামলার ঘটনায় দূর্বৃত্তদের বিরুদ্ধে মামলা করতে গেলে সাংবাদিক মিজানুর রহমানের ভাই মাকসুদুর রহমান মহসিনকে ওসি আটক করে রাখেন। এতে সাংবাদিকরা থানায় গিয়ে প্রতিবাদ জানালে ওসি মনির তাদের সাথে ফের দুর্ব্যবহার করেন। এতে ক্ষুদ্ধ সাংবাদিকরা ওসি মনিরের প্রত্যাহারের দাবীতে মানব বন্ধনের সিদ্ধান্ত নিয়েছেন। ওদিকে সাংবাদিক মিজান রহমানের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন, ভোলা প্রেসক্লাব,ভোলা জেলা রিপোর্টার্স ইউনিটি,মফস্বল সাংবাদিক ফোরাম সহ জেলার গণমাধ্যম কর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠন।