ভোলায় প্রতিবন্ধী পরিবারের জমি জবর দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার,হালিম রানাঃ

ভোলা দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ২নং ওয়ার্ডে প্রতিবন্ধী আব্দুল লতিফের ২৮ শতাংশ জমি জবর দখলের অভিযোগ পাওয়াগেছে।

অভিযোগ করে মোঃ কাশেম জানান, আমার বাবা প্রতিবন্ধি আব্দুল লতিফ তিনি ক্রয় ও ওয়ারিশ সুত্রে ২৮ শতাংশ জমির প্রকৃত মালিক।

গত ২৯ মার্চ ২০২২ই তারিখে আমাদের জমিতে আমরা বসতঘর উত্তোলন করার চেষ্টা করি।

ঠিক তখনই পার্শ্ববর্তী ইউনিয়ন উত্তর দিঘলদী ১নং ওয়ার্ডের কথিত আলাউদ্দিন নামের এক ব্যক্তি আমাদের ঘর করার কাজে বাধা দেয়। তার একদল ভাড়াটিয়া সন্ত্রাসীদের মাধ্যমে উক্ত ঘরটি ভেঙে ফেলার চেষ্টা করেন তিনি।

আমি কোন উপায় না পেয়ে বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেই, পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে উক্ত সন্ত্রাসীদের শাসিয়ে জান।

এ বিষয়ে আমি এলাকার গণ্যমান্যদের জানাই, তারা আলাউদ্দিনকে তার দাবীকৃত জমির কাগজপত্র দেখাতে বলে।

আলাউদ্দিন তার প্রমানাধি কাগজ আজকাল করে দেখাতে পারছে না। বিভিন্ন সময় আমাদেরকে দিয়ে বলে আমাদের জমি থেকে উত্তোলন করা ঘর না সরাইলে যে কোন সময় আমাদের উপর বড় ধরনের হামলা করবে এবং আমার প্রতিবন্ধি বাবাকে ও আমাকে মেরে ফেলবে বলে হুমকি দেয়।
৩০মার্চ ২০২২ইং দুপুর ৪টার সময় সন্ত্রাসী আলাউদ্দিন,নুরুদ্দিনসহ কয়েকজন সস্ত্রাসী মিলে আমার প্রতিবন্ধি বাবার উপর হামলা করে,বাবার ডাকচিৎকার শুনে আমার স্ত্রী লামিয়া ঘটনা স্থলে গেলে তাকেও পিটিয়ে আহত করেন।
তাদের ডাকচিৎকার শুনে এলাকার লোকজন ঘটনাস্থলে এসে বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রে খরব দেন। পুলিশ ঘটনাস্থলে আসতে না আসতেই উক্ত সন্ত্রাসীরা পালিয়ে যায়।
খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসে আমার স্ত্রী লামিয়াকে নিয়ে দৌলতখান থানায় তাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করি, এবং আমার স্ত্রী লামিয়াকে দৌলতখান হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করি। আমার প্রতিবন্ধি বাবাকে বাসায় রেখে স্থানীয় ডাক্তারের মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করি।
এমতাবস্থায় আমরা আলাউদ্দিন ও তার সন্ত্রাসী বাহীনিদের ভয়ে আতংকে দিন যাপন করছি।
এব্যাপারে আলাউদ্দিনের বক্তব্য জানতে চাইলে তিনি জানান, উক্ত জমির ক্রয়সুত্রে মালিক আমি। জমির প্রমানাধি কাগজ পত্র ও রয়েছে সময় হলে দেখাবো বলে এড়িয়ে যান এবং প্রতিবন্ধি পরিবারের উপর হামলার ব্যপারটিও অস্বীকার করেন তিনি।
এলাকাবাসী জানান,আলাউদ্দিন দূষ্ট প্রকৃতির লোক অন্যের সম্পত্তির উপর তার বড় ধরনের লোভ রয়েছে।
আলাউদ্দিন লোভের কারনে অন্য ইউনিয়ন থেকে এসে অযথা প্রতিবন্ধি আবদুল লতিফের প্রকৃত সম্পত্তি তার বলে দাবী করাটা অযুক্তিক আমরা মনে করি।
প্রতিবন্ধি আবদুল লতিফের অসহায় পরিবার জুলুমবাজ সন্ত্রাসী আলাউদ্দিনের জুলুমবাজী ও অত্যাচারের হাত থেকে বাচার জন্য প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *