
মোঃসোহেল রানা,বিশেষ প্রতিনিধি।
ভোলার তজুমদ্দিনে প্রতিবেশী গৃহবধূ কতৃক তিন বছরের এক শিশুকে মারধর করে হত্যার চেষ্টা অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চাঁদপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের তালুকদার বাড়ির তিন বছরের শিশু মাহির তার বোন আট বছরের মিমের সাথে পাশের বাড়ি খেলতে এলে সালাউদ্দিনের স্ত্রী সুরমা তাকে নিষ্ঠুরভাবে মারধর শুরু করে বরই কাঁটার মধ্যে ফেলে দেন। শিশুটির কান্না শুনে তার মা শরীফা ও ফুফু ছুটে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সরেজমিনে শিশুটির কপালের ও হাতের একপাশে ক্ষত চিহ্ন দেখা যায়। এ ঘটনায় তজুমদ্দিন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তজুমদ্দিন থানার অফিসার ইন চার্জ এস এম জিয়াউল হক জানান এ ঘটনায় জিডি করা হয়েছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।