ভোলার দক্ষিন আইচায় ২৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মোঃ ফরিদ উদ্দিন মাষ্টার, আজকের দেশবাণী।

ভোলার চরফ্যাশনে ডাকাতি মামলার ২৫ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মোঃ নূরমোহাম্মদ (৪০) উপজেলার চরমানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলু মাঝির ছেলে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে  আসামিকে চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

এর আগে,গত বৃহস্পতিবার(২৮ ডিসেম্বর) রাত ১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদের নের্তৃত্বে এস আই আব্দুল খালেক, নেসার উদ্দিন, সবুজ কর, সালাউদ্দিন, মনির, ও এ এস আই হারুন, সাইফুল ইসলাম, বাসুদেব সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ১২ বছর পর আসামীকে তার বাড়ির পাশের বেড়িবাঁধের ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

থানার (ওসি) সাঈদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামি ২০১১ সালের ডাকাতি, অস্ত্র ও বনআইন সহ ৩ টি মামলার পলাতক আসামি। তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *