
ষ্টাফ রিপোর্টার।
গত বুধবার (২৪মে) ভোলায় মেয়রের নাম ভাঙ্গিয়ে পৌর-কর্মচারী শমশেরআলী’র ঘুষ বাণিজ্য-প্রতারনার অভিযোগে সংবাদ সম্মেলন শীর্ষক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি তার দৃষ্টিঘোচর হয়েছে বলে জানিয়েছেন মো:শমশের আলী।
জনৈক আবু সুফিয়ান কর্তৃক আয়োজিত ওই সংবাদ সম্মেলনে ভোলার মেয়র মনিরুজ্জামান মনির মহোদয়কে জড়িয়ে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়ে ভিন্নমত পোষন করেছেন,অভিযুক্ত শমশের আলী। তিনি তার পাল্টা বক্তব্যে দাবী করেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগদাতা সুফিয়ান একসময় তার সাথে দূ’একটি ঠিকাদারী কাজের সহযোগী ছিলেন। সেই সুবাদে তার সাথে সুফিয়ানের সামান্য ব্যবসায়িক লেন-দেন ছিলো। সেই পাওনাকড়ি আগেই মিটিয়ে দেয়া হয়েছে বলে জানান শমশের আলী। তিনি মেয়রের নাম ভাঙ্গিয়ে কখনো সুফিয়ানের কাছ থেকে টাকা হাতিয়ে নেননি বলেও দাবী করেন। তিনি বলেন,উক্ত সুফিয়ান আমার বিরুদ্ধে একেবারে ডাহা-মিথ্যে,কাল্পনিক ও ষড়যন্ত্রমূলক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ এনে গণমাধ্যমে প্রচার করিয়েছে। যার সাথে বাস্তবতার আদৌ কোনো মিল নেই। শমশের আলী তার বিরুদ্ধে মেয়র মহোদয়কে জড়িয়ে যে অবান্তর সংবাদ প্রকাশিত হয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছেন। শমশের আলী বলেন,তার ব্যাক্তিগত,সামাজিক ও রাজনৈতিক সম্মানহানি ঘটাতে তার কোনো প্রতিপক্ষ কু-চক্রীমহল পূর্ব-পরিকল্পিতভাবে গণমাধ্যমে এসব মিথ্যাচার ছড়িয়েছেন। তিনি এসমস্ত কল্পিত কাহিনীর দিকে নজর কিম্বা পাত্তা না দিতে সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছন।