ভোলায় কলেজছাত্রী স্বর্ণারানীকে দিয়ে অলকের বিরুদ্ধে মিথ্যা ধর্ষন মামলা করালেন তার মা’বাবা

ভোলায় কলেজছাত্রী স্বর্ণারানীকে দিয়ে অলকের বিরুদ্ধে মিথ্যা ধর্ষন মামলা করালেন তার মা’বাবা

মোঃ ফরিদুল ইসলাম,ভোলা প্রতিনিধি।

ভোলার বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়ন ৮নং ওয়ার্ড সুশান্ত চন্দ্র দের ও তার স্ত্রী মনি রানী দে, কুঞ্জের হাট হিন্দু যুব সংগঠনের সদস্যরা প্রসেনজিৎ দে, তপু কুমার দে, কলেজ ছাত্রী স্বর্ণা রানীকে দিয়ে মিথ্যা ধর্ষণ মামলা করার জন্য, বিভিন্নভাবে স্বর্ণার বাবা সুশান্ত চন্দ্র এই সংগঠনের সদস্যদের কে দিয়ে স্বর্ণা কলেজে যাওয়া আসার সময় রাস্তা অবরুদ্ধ করে এবং বিভিন্ন অশ্লীল ভাষায় কথা বার্তা বলার অভিযোগ করেছেন স্বর্ণা। অভিযোগ করে বলেন আমাদের বাড়ির, পার্শ্ববর্তী নিরঞ্জন মাস্টারের ছেলে অলক এর বিরুদ্ধে আমার মা মনি রানী বাদী হয়ে গত ২০২০ সালে আমাকে অলক ধর্ষণ করেছে, বলে মিথ্যা ধর্ষণ মামলা করেন।

এখন আবার আমাকে বলে অলক এর কাছ থেকে ২০ লাখ টাকা ও তাদের জমি আমার বাবা-মায়ের নামে লিখে দিলে আর মিথ্যা মামলা করবে না। তা না হলে আমাকে দিয়ে এদের বিরুদ্ধে মিথ্যা কথা বলে ধর্ষণ মামলা দেওয়ার জন্য আমাকে বলে আমার বাবা-মা। আমি রাজি না হওয়ার কারণে গত ১৮/২/২০২২ইং তারিখ রাত ৪ টার সময় আমার বাবা মা ডাক চিৎকার দেয়, অলক আমাদের বাসায় আসছে বলে। শুধু মিথ্যা কথা বলে এই নীরব ফ্যামিলিকে মিথ্যা মামলা দিয়ে জর্জরিত করে তাদের মান-সম্মান ক্ষুন্ন করে আসছে। আমার বাবা-মা ও সংগঠনের এরা।
আমি সমাজে বেঁচে থাকার জন্য অবশেষে আদালতের কাছে স্বর্ণ পূর্ণ হয়ে আমার বাবা-মা ও হিন্দু যুব সংগঠনের কয়েকজনের বিরুদ্ধে আমি একটি মামলা দায়ের করেছি।
ভুক্তভোগী স্বর্ণা রানী দে প্রশাসনের কাছে সঠিক তদন্ত সাপেক্ষে সঠিক বিচার দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *