রাসুল (সঃ)কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল

আশিকুর রহমান শান্ত,ভোলা প্রতিনিধি।

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা বাসু দাস সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও উম্মুল মোমেনিন আয়েশা (রাঃ) কে নিয়ে অশ্লীল মন্তব্যের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছ।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকাল ৩টায় ভোলা কালিনাথ বাজার হাটখোলা জামে মসজিদের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার চত্বরে এসে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মধ্যে দিয়ে বিক্ষোভ মিছিল শেষ করে।

জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ ভোলা জেলা শাখার সহ- সভাপতি মাও. সফিউদ্দিন কাশেমির সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন ভোলা জেলা শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, সাধারন সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম তারেক, সাংগঠনিক সম্পাদক মওলানা ইউসুফ আদনান, শ্রমিক আন্দোলন ভোলা জেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা গোলাম মোর্শেদ, ওলামা মশায়েখ আইম্মান পরিষদ ভোলা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আক্তার হোসেন, ইসলামী আন্দোলন ভোলা সদর থানার সভাপতি মাওলানা আব্দুর রব ও ছাত্রনেতা হাবিবুর রহমান প্রমূখ।

বক্তারা এসময় অভিযুক্ত বাসু দাস কে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবী জানান। অন্যথায় কঠিন আন্দোলনের হুশিয়ারি দেন নেতারা।

উল্লেখ, ভোলা তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা পারু গোপাল দাস এর ছেলে বাসু দাস সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিরাজ উদ্দিন পারভেজ নামের একটি আইডির স্ট্যাটাসের কমেন্টে মহানবী হযরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে কুরুচ্চিপূর্ণ মন্তব্য ও উম্মুল মোমেনিন আয়েশা (রাঃ) কে নিয়ে অশ্লীল মন্তব্য করে।

ইতি পূর্বে ও পরে ভোলা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বাবু গৌরাঙ্গ চন্দ্র দে মহানবীকে নিয়ে কটুক্তি করায় ভোলায় তৌহিদী জনতার আদোলন গড়ে উঠেছিল। অপরদিকে একই ধরনের ঘটনাকে কেন্দ্র করে ভোলার বোরহানউদ্দিনে তৌহিদী জনতার আন্দোলনে ৪ জন নিহতের ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *