লামায় চলছে অবৈধ ভাবে কাঠ পাচার বানিজ্যের মহা উৎসব

লামায় চলছে অবৈধ ভাবে কাঠ পাচার বানিজ্যের মহা উৎসব


মোহাম্মদ করিম বান্দরবান,প্রতিনিধি।


লামায় চলছে অবৈধ ভাবে কাঠ পাচার পাচার বানিজ্যের মহাউৎসব। গত শনিবার দুপুরে পশ্চিম লাইনঝিরি এলাকা থেকে লামা বনবিভাগ এক সাড়াশি অভিযান চালিয়ে লামা – চকোরিয়া সড়ক সংলগ্ন মনা মিয়ার সেগুন বাগান থেকে বেআইনি ভাবে কাটা পাচারের অপেক্ষায় থাকা প্রায় ১০০ ফুট সেগুন গাছের কাঠ জব্দ করেছে।
বনবিভাগ সুত্রে জানা গেছে জব্দ করা সেগুন কাঠের পরিমান ৬৬ ফুট। এব্যাপারে লামা সদর রেঞ্জ কর্মকর্তা এ কে এম আতা এলাহী সাথে আলাপ কালে তিনি জানান জব্দ করা গাছের মালিকানা সনাক্ত করা যায়নি এব্যাপারে ইউ ডি ও আর মামলা করা হয়েছে।
সরজমিনে তদন্ত কালে জানা গেছে উক্ত জব্দকৃত কাঠ গুলো লাইন ঝিরি মনা মিয়ার বাগানের গাছ। উক্ত গাছ গুলো মনা মিয়া কাঠ ব্যাবসায়ি জৈনেক জাফর ও কাশেমের নিকট বিক্রি করে।
পরবর্তিতে কাশেম ও জাফর উক্ত গাছগুলো লামার মুখের কাঠ ব্যাবসায়ি ফরিদ চৌধুরীর নিকট বিক্রি করে দেয়।
এলাকা বাসী জানায় অবৈধভাবে কাটা সেগুন গাছের মালিক থাকার পর ও কিভাবে বন মামলা হয়নাই। তারা জানায় এব্যাপারে সুষ্ঠ তদন্ত পূর্বক আইনগত পদক্ষেপ গ্রহণ করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *