সাতকানিয়ায় সাপে কাটা রোগী জীবিত সাপ ধরে হাসপাতালে হাজির

সাতকানিয়ায় সাপে কাটা রোগী জীবিত সাপ ধরে হাসপাতালে হাজির

এম শাহজাহান, ষ্টাফ রিপোর্টার।

সাপে কাটার পর জীবিত সাপ ধরে সঙ্গে নিয়ে হাসপাতালে হাজির হয়েছেন সৈকত আলী নামে এক যুবক। ২১সেপ্টেম্বর বৃহস্পতিবার বান্দরবান সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। সাপের কামড়ে আহত সৈকত আলী (৩৪) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার শীলঘাটা গ্রামের কবির আহম্মদের ছেলে. আহতের ভাগনে মো. জিন্নাত আলী জানান, তার মামা সৈকত সকালে শ্রমিকের কাজ করতে পার্শ্ববর্তী এলাকায় যান। বাঁশের বোঝা (আটি) কাঁধে নিলে সেখান থেকে একটি সাপ তার গলার পেছনে কামড় দেয়। এ সময় কামড় দেওয়া সাপটি ধরে ফেলেন তিনি। পরে সকাল সাড়ে ১০টায় সাপটিসহ বান্দরবান হাসপাতালে এসে ভর্তি হন। বান্দরবান সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কাউছার সুলতানা জানান, সৈকত আলীকে তত্ত্বাবধানে রাখা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হবে। তবে সাপটি অতি বিষাক্ত নয় বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *